Monday, January 27, 2014

world's longest cave



পৃথিবীর দীর্ঘতম গুহা ‘সন ডং’


গুহা নিয়ে আছে ভয়, আছে আনন্দ জয়ের। প্রথম সন ডংয়ের ভেতরে প্রবেশ করা ব্রিটিশ গুহা রিসার্চ অ্যাসোসিয়েশনের অভিযান সদস্য এডাম স্পিলেনই গুহাটি সম্পর্কে তথ্য দিয়েছেনপৃথিবীর সবচেয়ে দীর্ঘ গুহার সন্ধান পাওয়া গেছে ভিয়েতনামের জঙ্গলে সন ডং নামের এই গুহাটির বেশিরভাগ জায়গাই ২৬২ ফুট উঁচু এবং চওড়া। এর আগে সন্ধান পাওয়া মালয়েশিয়ায় অবস্থিতডিয়ার কেভসবচেয়ে বড় গুহা । ওই গুহাটি বর্নিও দ্বীপের অংশ। ডিয়ার কেভের বেশিরভাগ জায়গাই ৩০০ ফুট উঁচু এবং চওড়া এবং গুহাটি এক মাইল লম্বা। কিন্তু সন ডংয়ের ভেতর দিয়ে দশমিক মাইল হাঁটার পর অভিযাত্রীরা মৌসুমী বন্যার পানিতে আটকে যান। সেই হিসেবে সন্ধান পাওয়া গুহাগুলোর মধ্যে এটাই পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম গুহা।
 
world's longest cave

Most of the world has been found to take the long cave of Vietnam. Most of this name  Dong calendar 262 feet high and wide, to know the  record. before that, the biggest found in the field of 'Dear cave’ ' Malaysia dear Borneo cave part of the island that is situated most of the 300 feet high and  wide one mile long, but through Dong calendar 2 decimal 8 miles walking the flood go to hang the pots were the tourist after this period as caves found. It is notable that most of the first long to enter into the inside Dong calendar., the British Cave Research Association has information about the গুহাটি স্পিলেনই এডাম a member of the mission.

No comments:

Post a Comment