Sunday, January 27, 2019

The other Boat is similar to that of the Prophet Hazrat Nuh (A)


  Hazrat Nuh (A) was the eighth man of Hazrat Adam Alaihis Salam, the tenth lesser men. He got the elation for 950 years in length. By Allah's command, he built a plan to survive the deluge. Recently the boat's fictional counterparts have been created by Dutch artist Johann Whiebner Hazrat Nuh (a) was a 3-storey Boat. It was 1200 yards long and 600 yards wide. In this boat Hazrat Nuh (A) stayed with his partner 40 pairs of men and women, and animals for 120 days. At the end of the deluge, the boat anchored near the Judy mountain in Turkey.


The boat made by the Netherlands artist Johann is 410 feet long, 95 feet wide and 3 floors, with a height of 75 feet. In November of 2018, 2,500 tonne boat was floated in water. According to the story described by Johann Biblical artist, this boat was made. There are also wooden species of animals made in the boat. It cost $ 16 million to build the boat. In 2012, Johan started working on the boat. Now the boat has been placed in the Netherlands's capital Amsterdam. Which is visiting thousands of visitors every day.

It is to be noted that the verses of many Surahs of the Qur'an are discussed about the floodplain and boat that took place during the time of Hazrat Nuh (A). Every animal, animal, and a pair of people, who had believed in Allah Almighty, got into a boat. There is a detailed discussion about this in Hadis. At that time the floodplain started when Hazrat Nuh (A) got into a boat with every species of animals, including the believers of Allah. In the long run, everyone except the boat ascents died drowning.

After the construction of the boat, Johan Heibber, it was intended to take the ship to the Middle East country to Israel. But this huge boat did not have the engine, it was his will. There is no alternative in the boat to get to the shattered sea. But if the artist Johann Heibber wants to float it with the help of another ship, then he will have to spend about $ 1.3 million. If the financial support of an international organization is met, then this will be done by the artist Johan.
নুহ নবীর কিস্তির মতোই আরেক কিস্তি


হজরত নুহ (.) ছিলেন হজরত আদম আলাইহিস সালামের অষ্টম মতান্তরে দশম অধস্তন পুরুষ। তিনি সুদীর্ঘ ৯৫০ বছর হায়াত লাভ করেন। আল্লাহর নির্দেশে মহাপ্লাবন থেকে বাঁচতে তিনি এক কিস্তি (নৌকা) নির্মাণ করেন। সম্প্রতি সেই নৌকার কাল্পনিক প্রতিরূপ তৈরি করেছেন নেদারল্যান্ডসের শিল্পী জোহান হুইবার। হজরত নুহের (.) তৈরি কিস্তিটি ছিল তলা বিশিষ্ট। এটি লম্বায় ১২০০ গজ এবং ৬০০ গজ চওড়া ছিল। নৌকায় হজরত নুহ (.) তার সঙ্গী ৪০ জোড়া নারী-পুরুষসহ, জীবজন্তু, পশুপাখি ১২০ দিন অবস্থান করেন। মহাপ্লাবন শেষে নৌকাটি তুরস্কের জুদি পাহাড়ের কাছে নোঙর করে

নেদারল্যান্ডসের শিল্পী জোহানের তৈরি নৌকাটি লম্বায় ৪১০ ফুট, ৯৫ ফুট চওড়া এবং তলায় বিশিষ্ট, যার উচ্চতা ৭৫ ফুট। ২০১৮ সালের নভেম্বরে হাজার ৫০০ টনের নৌকাটি পানিতে ভাসানো হয়েছে। শিল্পী জোহান বাইবেলে বর্ণিত বিবরণ অনুযায়ী নৌকাটি তৈরি করেছেন। নৌকাটিতে কাঠের তৈরি বিভিন্ন প্রজাতির প্রাণীও রাখা হয়েছে। নৌকাটি তৈরিতে ১৬ লাখ ডলার খরচ হয়েছে। ২০১২ সালে শিল্পী জোহান নৌকাটি তৈরির কাজ শুরু করেন। বর্তমানে নৌকাটি নেদারল্যান্ডসের রাজধানী আর্মস্টারডামে রাখা হয়েছে। যা প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী পরিদর্শন করছে

উল্লেখ্য, কোরআনের অনেক সূরার বিভিন্ন আয়াতে হজরত নুহের (.) আমলে সংঘটিত মহাপ্লাবন নৌকা সম্পর্কে আলোচনা এসেছে। যারা মহান আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন তারাসহ প্রতিটি জীবজন্তু, পশুপাখি একজোড়া করে নৌকায় স্থান পেয়েছিল। হাদিসেও সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। সেসময়ে আল্লাহর বিশ্বাসীরাসহ প্রত্যেক প্রজাতির পশুপাখির জোড়া নিয়ে হজরত নুহ (.) নৌকায় উঠলে মহাপ্লাবন শুরু হয়। দীর্ঘ এই মহাপ্লাবনে নৌকার আরোহীরা বাদে সবাই ডুবে মারা যায়


শিল্পী জোহান হুইবার নৌকাটি নির্মাণ শেষে তা সাগরে ভাসিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইলে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিশাল নৌকাটিতে ইঞ্জিন না থাকায় তার সে ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায়। তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে পাড়ি দিতে নৌকায় ইঞ্জিনের বিকল্প নেই। তবে শিল্পী জোহান হুইবার যদি অন্য কোনো জাহাজের সহায়তায় তা ভাসিয়ে নিতে চান, সেক্ষেত্রে তাকে খরচ করতে হবে প্রায় ১৩ লাখ ডলার। কোনো আন্তর্জাতিক সংস্থার আর্থিক সহায়তা মিললে শিল্পী জোহানের ইচ্ছার বাস্তবায়ন হতে পারে





No comments:

Post a Comment