Tuesday, February 5, 2019

The five countries in the world who have no airport

The five countries in the world who have no airport
  

There are five independent states in the world who have no airport.
However, there are at least one heliport in these countries, but there is no airport at all.
All of this list is a small country in Europe - Andorra, Wittsteinstein, Monaco, San Marino and Vatican City.

Andorra: Although there is no airport in Andorra, there are three private heliports or a port of helicopter landing. There is a hospital helipad in the country.
The construction of the National Heliport was in progress, but it is now stponed. The nearest airport in this country is in Spain.

Wittsteinstein: There is no airport in this country of Europe. There is a heliport only in the southern city Ballet. The nearest international airport is located in Switzerland and Germany.

Monaco: There is a heliport in the Fontville area, but there is no airport here. The nearest airport is in Nice, France.

San Marino: There is no airport in San Marino. But there is a heliport in Borgou Maggiore. And there is a small airfield in Torresia, whose runway length is 2,230 feet. The nearest airport is located in Italy.

Vatican City: The Vatican City's size says it is impossible to have an airport here. Its size is just 17 square miles. However, there is a heliport on its western end. The head of state and government officials use it. The nearest airport is in Rome, the capital of Italy.
বিশ্বের যে দেশে বিমানবন্দর নেই
 
বিশ্বের পাঁচটি স্বাধীন রাষ্ট্র রয়েছে যাদের নিজস্ব বিমানবন্দর নেই।এসব দেশে বিমানবন্দর না থাকলেও আছে অন্ততপক্ষে একটি করে হেলিপোর্ট৷
আর তালিকার সবই ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র- অ্যান্ডোরা, লিখটেনস্টাইন, মোনাকো, সান মারিনো ভ্যাটিকান সিটি।

অ্যান্ডোরা: অ্যান্ডোরায় কোনো বিমানবন্দর না থাকলেও তিনটি বেসরকারি হেলিপোর্ট বা হেলিকপ্টার অবতরণের বন্দর রয়েছে। দেশটিতে একটি হাসপাতালের হেলিপ্যাড আছে।
জাতীয় হেলিপোর্ট নির্মাণের কাজ চলছিল, তবে তা বর্তমানে স্থগিত রয়েছে। দেশটির সবচেয়ে কাছের বিমানবন্দরটির অবস্থান স্পেনে।

লিখটেনস্টাইন: ইউরোপের দেশটিতেও কোনো বিমানবন্দর নেই। কেবল দক্ষিণাঞ্চলের শহর বালৎসেরে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দরটি সুইজারল্যান্ড জার্মানিতে অবস্থিত।

মোনাকো: এখানে বিমানবন্দর না থাকলেও ফন্টভিলেতে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের বিমানবন্দরটি ফ্রান্সের নিস শহরে৷

সান মারিনো: সান মারিনোতেও নেই কোনো বিমানবন্দর। তবে বোর্গো মাগিওরিতে একটি হেলিপোর্ট রয়েছে। আর টোরাসিয়াতে আছে একটি ছোট্ট এয়ারফিল্ড, যার রানওয়ের দৈর্ঘ্য হাজার ২৩০ ফুট। সবচেয়ে কাছের বিমানবন্দরটি ইতালিতে অবস্থিত।

ভ্যাটিকান সিটি: ভ্যাটিকান সিটির আয়তনই বলে দেয় এখানে কোনো বিমানবন্দর থাকা অসম্ভব। এর আয়তন মাত্র দশমিক ১৭ বর্গমাইল। তবে এর পশ্চিম প্রান্তে একটি হেলিপোর্ট রয়েছে৷ সেটি রাষ্ট্রপ্রধান সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন। সবচেয়ে কাছের বিমানবন্দর ইতালির রাজধানী রোমে।




No comments:

Post a Comment